আঞ্চলিক সংবাদ

হৃদের পানি কমে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এখন সর্বনিন্মে

আইপিনিউজ ডেক্স(ঢাকা): রাঙ্গামাটি শহরের কোল ঘেষে থাকা বিস্তৃত কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওযার কারণে কাপ্তায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে এসেছে। এটি দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র।

আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে অত্র কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তিনি আরোও জানান এ কেন্দ্রের ১ নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই লেকে পানি সল্পতায় ১ নং ইউনিট সহ ৩,৪ ও ৫ নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে আরো জানা যায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯০.০৯ফুট মীন সী লেভল(এম,এস,এল)। লেকে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬.৪ (এম,এস,এল) এবং কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯(এস,এস,এল)।

উল্লেখ্য যে, ১৯৬০ সালে বাঁধ দিয়ে নির্মিত এই কাপ্তাই লেকের পানির উপরই নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ৫ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এই পাঁচ ইউনিট দিয়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই লেকে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলেও ব্যাঘাত ঘটে।  রাঙ্গামাটি পার্বত্য জেলার দশ উপজেলার মধ্যে প্রায় সব উপজেলার মানুষ নৌ পথে যাতায়াত করে।

 

 

Back to top button