জাতীয়
হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি হেলাল হাফিজ। মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ১টায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
জনপ্রিয় এই কবি দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার জ্বর হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
৮০-এর দশকে ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পান হেলাল হাফিজ। এরপর নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নেন তিনি।
২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ। তার আগে খালেকদাদ স্মৃতি পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেয়া এই কবি।