আন্তর্জাতিক

হাসপাতালে দালাই লামা

নয়াদিল্লির একটি হাসপাতালে দালাই লামার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বুক ব্যথার কারণে তাকে হাসপাতালে নেওয়া হলে তার এই পরীক্ষা করা হয়।

এদিকে তিব্বতের এ আধ্যাত্মিক নেতার এক সহকারী জানান, দালাই লামার অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এএফপি’র।

৮৩ বছর বয়সী বৌদ্ধবাদী এ সন্ন্যাসীর প্রতিনিধি নগোদুপ তিসারিং যুক্তরাষ্ট্রে বলেন, দালাই লামা ‘হালকা কাশিতে’ ভোগায় ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসককে দেখানোর জন্য গতকাল (৯ এপ্রিল) তিনি নয়াদিল্লিতে আসেন।

তিসারিং জানান, “ওই চিকিৎসক বলেছেন কাশির ব্যাপারে চিন্তার কিছু নেই। এটা মারাত্মক কিছু না।”

Back to top button