আঞ্চলিক সংবাদ

হবিগঞ্জে ৫ম শ্রেণি পড়ুয়া শিশু ধর্ষণের শিকার

হবিগঞ্জ সদরের পৈল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ৫ম শ্রেণি পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়েছে। মৌলভীবাজার সাতাল গ্রামের কোশু বৈধ্য এবং শেপু বৈদ্যের ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে মায়ের সাথে হবিগঞ্জ সদর পৈল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে।
মঙ্গলবার সকাল ১০ টায় সময় মায়ের ব্লাউজ পাশের বাড়ি থেকে আনার জন্য পাশের বাড়ি ধর্ষক মিজানের(২২) ভাবির কাছে যায় রোমা বৈদ্য। ব্লাউজ নিয়ে আসার সময় সমুজ আলীর পুত্র মিজান মিয়া (২২) তার বাড়ির নিকটে দেবপাড়া বাজারে নিজের গ্যারেজে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় রোমার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়, রক্তাত অবস্তায় রমাকে ফেলে ধর্ষক মিজান পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন রোমাকে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

তথ্যসূত্রঃ somoybangla

Back to top button