জাতীয়
সুপ্রিয় চক্রবর্তী আর নেই
আয়কর আইনজীবী ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী সুপ্রিয় চক্রবর্তী আর নেই। সুপ্রিয় চক্রবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার, মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী।
আজ সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিয়। বার্ধক্যজনিত জটিলতায় ভূগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।