সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসীদের জমির ধান জোরপূর্বক কর্তন

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির আদিবাসী সম্প্রদায়ের জমি বেদখল দিয়ে জোরপূর্বক জিরা ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা ঘটেছে ধামাইনগর ইউনিয়নের সাড়ইল গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ১০০ শতক জমি ১৯৮৯ সালে ক্রয় সূত্রে মালিক হন সুধীর চন্দ্র মাহাতো গংরা। ক্রয় সূত্রে মালিকানা লাভ করে চল্লিশ বছর যাবত ভোগদখল করে আসছিল সুধীর চন্দ্র মাহাতো। গত শুক্রবার ২৯/০৮/২৫ তারিখ সকালে মৃত সেকেন্দার আলীর ছেলে রফিকুল ইসলাম গংরা জোরপূর্বক আধা পাকা জিরা ধান কেটে নেয়। শুক্রবার সকাল থেকে তিন বিঘা জমিতে ১১ জন দিন মুজুরসহ সাইফুল ইসলাম আধা পাকা জিরা ধান কাটছে।
সাংবাদিকরা তথ্যের জন্য গেলে গালিগালাজ করার অভিযোগও পাওয়া গেছে ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাহাতো আদিবাসী ছাত্র সংগঠনের সাবেক সভাপতি শুভ্র মাহাতো আইপিনিউজকে বলেন, গত ২৯ আগস্ট সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সাড়ইল গ্রামে এক মাহাতো আদিবাসী পরিবারের প্রায় ৩ বিঘা জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায় রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম সহ মোট ১১ জন । সুধীর মাহাতো দীর্ঘ ৪০ বছর ধরে তার পরিবার ওই জমিতে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি রফিকুল ইসলাম জমিটি নিজের দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এর আগে তিনি সুধীর মাহাতোর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গরু চুরির মিথ্যা মামলা দায়ের করেন, যার ভিত্তিতে কোনোরূপ প্রমাণ ছাড়াই ঐ পরিবারের তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। সর্বশেষ, তাদের জমিতে রোপিত ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে একটি ঘৃণ্য ও অন্যায় আচরণ।
এ বিষয়ে রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের নামে রেকর্ড তাই জমি দখল নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, এ ঘটনার ব্যাপারে আমি শুনেছি। কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃতজ্ঞতাঃ দৈনিক দেশ বুলেটিন