সিপিবি ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বে রুবেল-লুনা
আইপিনিউজ ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত রুবেল ও লুনার নেতৃত্বে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) রাতে মহাখালীর পার্টি সেন্টারের মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে শোক প্রস্তাব, সংগঠনের রিপোর্টসহ সাংগঠনিক রাজনৈতিক বিষয়ে কয়েকটি অধিবেশনের আলোচনা হয়।
ঢাকা মহানগর উত্তরের প্রথম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল হায়দার মুকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন ও কাফি রতন।
ডা সাজেদুল হক রুবেল এর আগে বিলুপ্ত ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় চিকিৎসক এই কমিউনিস্ট নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবির কাস্তে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।
অন্যদিকে লুনা নুর, এক সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিলুপ্ত ঢাকা কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
১৯ সদস্যের কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন,মোসলেহ উদ্দিন, হাসান হাফিজুর রহমান সোহেল, সাদেকুর রহমান শামীম, মোশাররফ হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, জয়নাল আবেদীন, আলী কাউসার মামুন, রাসেল ইসলাম সুজন, রোকেয়া বেগম, মোস্তাফিজ সুলতান, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, শরিফুল আনোয়ার সজ্জন, মোতালেব হোসেন, জাহানারা বেগম, আশিকুল ইসলাম জুয়েল ও দিদারুল আলম। দুটি পদ শূন্য রাখা হয়েছে।