সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেস; সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন

আইপিনিউজ ডেস্ক (ঢাকা): বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি রতন।
উল্লেখ্য যে, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাজ বদলের লক্ষ্যে শোষণ -বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) ৪ দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস শুরু করা হয়। কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। কংগ্রেসে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নির্বাচিত করা হয়। এরপর কংগ্রেসের শেষ দিনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের দ্বারা ৪ বছরের জন্য পার্টির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই এতদিন দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সভাপতি সাজ্জাদ জহির চন্দন ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে এবং পরবর্তীতে কৃষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন ১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দুইবারের জন্য সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।