জাতীয়

সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ লুটপাট ও মিথ্যে মামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান, নিজ বসতবাটিতে পুনর্বাসন এবং বিচারের দাবী

শ্যাম সাগর মানকিন: সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ লুটপাট ও মিথ্যে মামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান, নিজ বসতবাটিতে পুনর্বাসন এবং বিচারের দাবী জানিয়েছে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। আজ ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে তারা এ দাবী জানান।

সংবাদ সন্মেলনে মূল বক্তব্যে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে জানান, ২০১৬ সালে ৬ নভেম্বর সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশ ও সন্ত্রাসী আদিবাসীদের বসতভিটায় অগ্নিসংযোগ ও তিন আদিবাসী তরুনকে হত্যা করেন। দুই বছর হয়ে গেলেও ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্য ও অপরাধীদের বিচার ও শাস্তি সম্পন্ন হয়নি। উল্টো আদিবাসী ও স্থানীয় বাঙালিদের উপর নানান হুমকি ও হয়রানিমূলক মামলার ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন মানবন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল, অবরোধ, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান, মতবিনিময়, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেও এর কোন সমাধান করা যায়নি বলেও তারা জানান। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি আদিবাসীদের জমি ফেরত, দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিতকরন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান সংবাদ সন্মেলনে।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ। তিনি বলেন,’আদিবাসীদের উপর রাষ্ট্রের এমন নিপীড়ন নতুন নয়। যুগে যুগে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা নিয়মের মতন হয়ে দাঁড়িয়েছে। সাহেবগঞ্জ-বাগদাফার্মের ঘটনা দিনের আলোর মতন পরিষ্কার। দ্রুত এই ঘটনার বিচার ও প্রতিকার করতে হবে।’

তিনি বলেন, ‘আদালতের নির্দেশ থাকা সত্বেও কেনো সেখানকার আদিবাসীরা ন্যায়বিচার পাচ্ছেনা তা আমার বোধগম্য নয়। মামলা হয়েছে অথচ, যে অবস্থাতে ছিলো এখনো সে অবস্থাতেই রয়ে গেছে।’

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সাহেবগঞ্জ-বাগদাফার্মের ঘটনা নিয়ে সারাদেশে এবং দেশের বাইরেও আলোড়ন তৈরি করেছিলো। অথচ এই ঘটনার কোন কূলকিনারা করতে পারছেনা প্রশাসন।’

‘রাষ্ট্র নব্য ধনীক শ্রেণীর হাতে চলে গেছে। যারা কেবল খেটে খাওয়া গরীব মানুষদের উপর নিপীড়ন করে লুটপাট করে। গরীব মানুষ, আদিবাসীদের পাশে আর কেউ নেই। মিডিয়া কর্মীরা আপনারা রয়েছেন। আপনারা এ ব্যাপারে কথা বলুন।’

বাজেটে হাজার হাজার কোটি টাকার হিসেব তুলে ধরা হয়, উন্নয়নের কথা বলা হয়। কিন্তু অন্যদিকে গরীব মানুষ, আদিবাসী মানুষের হাহাকার বেড়ে চলেছে’ বলেও মন্তব্য করেন সঞ্জীব দ্রং।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ বলেন, ‘আমি সংগ্রাম কমিটির সব দাবীর সাথে সংহতি জানাই। আর দাবী জানাই চুক্তি অনুসারে চিনিকলের জন্য আখ চাষ না হলে আদিবাসীদের ভূমি বাঙালিদের ভূমি ফেরত দেয়ার যে প্রতিশ্রুতি ছিলো তা পূরণের।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে উন্নয়নের নামে, অর্থনৈতিক জোনের নামে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, এমন উন্নয়ন আমরা চাইনা।’

আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান বলেন, ‘আমরা মনে করি উন্নয়ন কাওকে পেছনে ফেলে করা সম্ভব নয়। এ কথা সরকার নিজেও বলে, তাই আপনাদের কথাতেই কাওকেই পেছনে ফেলে, আদিবাসীদের পেছনে রেখে উন্নয়ন হয়না।’

‘গণমাধ্যম তার জন্মলগ্ন থেকে সমাজে অবদান রেখে চলেছে। আপনাদের দায়িত্ব তা তুলে ধরা। আশা করি আদিবাসীদের দাবীর কথা তুলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন’ বলে গনমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বর্ষীয়ান রাজনীতিবিদ ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য জানান, ‘পুলিশ নিজ হাতে আদিবাসীদের বসতভিটায় আগুন দিচ্ছে এমন দৃশ্য আমরা ব্রিটিশ শাসন কিংবা পাকিস্থান আমলেও দেখিনাই। আরো দূর্ভাগ্যজনক ব্যাপার হলো এমন ন্যাক্কারজনক ঘটনার নির্দেশনা আসে একজন জনপ্রতিনিধির কাছ থেকে।’

ঘটনায় জড়িত স্থানীয় সাংসদ আওয়ামীলীগের নমিনেশন প্রার্থীতা নিয়ে তিনি বলেন, ‘ বঙ্গবন্ধু কন্যার প্রতি আহবান যার হাতে সাঁওতালদের রক্ত লেগে আছে তাকে যাতে নির্বাচনের জন্য নমিনেশন না দেয়া হয়। তাকে ধিক্কার জানানো উচিত, তাকে কারাগারে পাঠানো উচিত।’

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, এটা হতে পারে যে আদিবাসীদের অধিগ্রহণ কৃত ভূমি ফেরত দেবার ক্ষেত্রে দেরি হতে পারে, কিন্তু পুলিশ যে তিনজন আদিবাসীকে গুলি করে হত্যা করলো তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরনও দেয়নি। তাদের অবস্থা খুব ভালো নয়। আমরা চাই নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত দেয়া হোক।’ এছাড়া তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীও জানান।

আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংয়ের সঞ্চালনায় সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সংগঠন, ছাত্র সংগঠন ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button