আন্তর্জাতিক

সাহিত্যের নোবেল পেলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো

ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো পেয়েছেন ২০১৭ সালের সাহিত্যের নোবেল পুরস্কার। সুইডিশ একাডেমি বৃহস্পতিবার এই পুরস্কারের ঘোষণা করে।

সুইডিশ একাডেমির প্রেস রিলিজে বলা হয়, কাজুও ইশিগুরো এমন একজন লেখক যার মহৎ আবেগীয় শক্তির উপন্যাসগুলোতে পৃথিবীর সঙ্গে আমাদের কাল্পনিক সংযোগের নিচের অতল গহ্বর আবিষ্কার করেছেন। ইশিগুরো এখন পর্যন্ত ৮টি বই লিখেছেন যা এখন পর্যন্ত ৪০টি ভাষায় অনুদিত হয়েছে। তার বিখ্যাত উপন্যাস দ্য রিমেইনস অব দ্য ডে ও নেভার লেট মি গো অবলম্বনে জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে।
তথ্যসূত্রঃ বিবিসি।

Back to top button