জাতীয়

সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা-হুমকি ও সারাদেশে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ৮ মার্চ, শনিবার আন্তর্জাতিক নারী দিবসে পার্ব‍ত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সহ চার ছাত্র সংগঠন সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চার ছাত্র সংগঠনের এই সম্মিলিত বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশে চলমান নারী সহিংসতা ও নারী নিপীড়ন, প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য কাজ সংঘঠিত হওয়ার ফলে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে নারীদের সুরক্ষা প্রদানের ব্যর্থতার দায় শিকার করতে হবে বলে মত প্রকাশ করেন।
সেই সাথে পার্বত্য চট্টগ্রামের জুম্ম নারীদের নিরাপত্তা তথা সমগ্র দেশের নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বক্তারা জোর দাবি জানান।

Back to top button