খেলাধুলা

সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-২০২৫; রানার্স-আপ বাংলাদেশ

আইপিনিউপ ডেস্ক:  সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ – ২০২৫, রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল দল। গত রবিবার ১৮ই মে, ২০২৫ ভারতের অরুণাচলের সুবর্ণ জয়ন্তী স্টেডিয়ামে ভারত অনুর্ধ্ব-১৯ ফুটবল দলের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ফুটবল দল।

খেলার ২ মিনিটের মাথায় ভারতীয় অধিনায়ক সিংগামায়ুম শামির ফ্রি-কিকে এগিয়ে যায় ভারত। গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ সমতায় ফিরে ম্যাচের ৬২ মিনিটের মাথায় জয় আহমেদের গোলে। আক্রমণ-প্রতি আক্রমণ হলেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল সমতায় থাকে। এরপরে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাংলাদেশের ১ টি শট রুখে দেন ভারতীয় গোলরক্ষক এবং অপর একটি শট বারের ওপর দিয়ে চলে যায়। বাংলাদেশের গোলরক্ষক একটি গোল ঠেকিয়ে দিলেও বাকি শটগুলো গোল করে ৪-৩ গোলে জিতে যায় ভারত।

উল্লেখ্য যে, ৭ম বারের মত এ টুর্ণামেন্টের এবারের আয়োজনে ভারত, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটানসহ মোট ৬ টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ গত বছরের টুর্ণামেন্টে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ভারত এবারেরটি সহ ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়।

Back to top button