আঞ্চলিক সংবাদ

সাজেকে অগ্নিকান্ড: একাধিক কটেজ ও রেস্টুরেন্ট ভস্মীভূত

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আজ দুপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডে অন্তত ৩০ টি কটেজ ও রেস্টুরেন্ট ভস্মীভূত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।

আজ সোমবার দুপুরে ইকুপ ভ্যালি নামের একটি কটেজ থেকে সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয় এবং পরপর পাশের একাধিক কটেজ ও রেস্টুরেন্টে ক্রমাগত আগুন ছড়িয়ে পড়ে বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক জনপ্রতিনিধি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির একজন দ্বায়িত্বশীল ব্যক্তি গনমাধ্যমকে জানান, ‘ফাল্গুন  মাসের বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুই পাশের কটেজগুলোতে ক্রমান্ময়ে একের পর এক আগুন ধরতে থাকে’।

সাজেকে ভয়ানক অগ্নিকান্ডে একাধিক কটেজ ও রেস্টুরেন্ট ভস্মীভূত। ছবি: সংগৃহীত

‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ইকুপ ভ্যালি নামের একটি কটেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়। সাজেক থেকে সর্বনিকটের ফায়ার সার্ভিস স্টেশন দীঘিনালার দূরত্ব প্রায় ৪০-৪২ কিলোমিটার। যার কারনে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনেক কটেজ ও রেস্টুরেন্ট চোখের সামনেই ছাই হয়ে যায়।’ বলে যোগ করেন তিনি।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চাকমা বলেন, ‘ শুকনো মৌসুম, দুপুরের প্রচণ্ড রোদ ও বাতাসের তীব্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সাজেকে কোনো ফায়ার সার্ভিস স্টেশন ও অগ্নি নির্বাপনের জন্য স্থায়ী কোন ব্যবস্থা একইসাথে পানির স্থায়ী কোন উৎস না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয়রা নিজেরা কোনরকম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে যেটি পর্যাপ্ত নয়।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক। অভিযোগ রয়েছে, এ পর্যটন কেন্দ্র স্থাপনের সময় স্থানীয় ত্রিপুরা, লুসাই ও পাংখোয়া আদিবাসীদের পূর্বানুমতি না নিয়েই তাদের পাড়া ও বসতভিটা থেকে উচ্ছেদ করে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন।

Back to top button