আঞ্চলিক সংবাদজাতীয়
সাজেকের ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তার আবেদন

আইপিনিউজ ডেস্ক (রাঙ্গামাটি): রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাম্প্রতিক সময়ে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে সম্মিলিত আদিবাসী ছাত্রসমাজ।
উল্লেখ্য যে, কিছুদিন আগে সাজেক ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ৬টি গ্রামের জুম্ম গ্রামবাসীদের জুমে ব্যাপক ইঁদুরের আক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে শত শত জুম্ম পরিবার খাদ্য সংকটে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর আগেও ২০২২ সালে সাজেকে ব্যাপক ইঁদুর বন্যা হয়, সেই সময়ে পাঁচ হাজারের অধিক জুম্ম খাদ্য সংকটে পড়েছিল বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাইলুই মৌজায় প্রধানত ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। এসব জনগণের ৯৯ শতাংশ গ্রামবাসীই মূলত জুম চাষের ওপর নির্ভশীল। গত আগস্ট মাসের শেষের দিকে জুমের ধান পাকা শুরু করার পর থেকেই রাতের বেলায় ঝাঁকে ঝাঁকে ইঁদুর এসে ধান খেয়ে নষ্ট করতে থাকে। এই অবস্থা দেখে জুমিয়া পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সাজেকের ৬ গ্রামের বেশ কয়েকশ পরিবার ইঁদুরের আক্রমণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত গ্রামগুলি হল- শিয়াইদাইলুই পাড়া, হাচ্চ্যা পাড়া, জাম পাড়া, ৯নং ত্রিপুরা পাড়া, ৯নং নতুন পাড়া ও জ্যেপুই পাড়া।এতে প্রায় ২৩২ পরিবারের জুম ধান নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়াও সাজেক ইউনিয়নের আরো অনেক এলাকায় ইঁদুর বন্যা হতে পারে এবং সাজেকের কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা।
সাধারণত নির্দিষ্ট সময় অন্তর এক ধরনের বাঁশে ফুল ফোটে, বীজ উৎপাদন হয়, যা ইঁদুরের জন্য প্রচুর খাদ্য যোগান দেয়। এসব খেয়ে ইঁদুরের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে যায়। একসময় সেই ইঁদুর বাঁশের বীজ খেয়ে ফেলে মানুষের ফসলেও ব্যাপক হানা দেয়। যা ইঁদুর বন্যা নামে পরিচিত। এতে মানুষের খাদ্যের ব্যাপক অভাব দেখা দেয়, এমনকি ইঁদুরের নানা রোগও মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের পক্ষ থেকে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটির সাথে সকল মানবতাবাদী, সচেতন নাগরিকদের সংহতি প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।
নিম্নোক্ত বিকাশ/নগদ এবং ব্যাংক নাম্বারগুলোতে সহযোগিতা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে সম্মিলিত আদিবাসী ছাত্রসমাজ।
বিকাশ
01857444765 [অন্তর চাকমা]
01518429337 [সৌরভ চাকমা]
01558948152 [সুনীতি চাকমা]
01568237602 [কবিতা চাকমা]
নগদ
01518429337 [সৌরভ চাকমা]
01558948152 [সুনীতি চাকমা]
01568237602 [কবিতা চাকমা]
ব্যাংক একাউন্ট নং:
Jiko Chakma
20502010202092913 [Islami Bank Bangladesh PLC, Rangamati Branch]