সাজেকবাসীর পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে খাদ্যের সংকট দেখা দিয়েছে।বিশেষ করে গঙ্গারাম,কাচালং,মাচালং,ভুয়াছড়ি, ও ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম লংটিয়ানপাড়া,জপ্পুই পাড়া, তারুম পাড়া,অরুন পাড়া থাংথাংপাড়া ইত্যাদি জায়গায় খাদ্য সংকট চরম আকারে ধারন করেছে।একদিকে অধিক বৃষ্টিপাত অন্যদিকে খাদ্যের সংকট সাজেক বাসীদের কাল হয়ে দাঁড়িয়েছে।
সাজেকবাসীর পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থীর পরিবার বেশ কয়েকদিন ধরে সাজেকবাসীর জন্য ত্রাণ সংগ্রহ করছে। তার সাথে যোগদিয়েছে বুয়েট, জবি, শেকৃবি সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থীরা সাজেকবাসীর পাশে দাঁড়ানো উদ্যোগ নিয়েছে । আগামী ১২ মে ১৭ ইং তারিখে দিনব্যাপী ক্যাম্পাসের পরিবহণ চত্বরে গান, আবৃতি, চলচ্চিত্র প্রদর্শনী এবং চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। ঐদিন সংগৃহীত অর্থ সাজেকবাসীর কাছে পৌঁছে দেয়া হবে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।