অন্যান্য

সাগরে গোসল করতে নেমে রাখাইন ব্যক্তির মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছলা চিং রাখাইন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ছলা চিং রাখাইন কক্সবাজার শহরের বড়বাজার এলাকার রাখাইন পল্লীর বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সৈকতে উপজাতি সম্প্রদায়ের বর্ষা উৎসব চলছে। ওই উৎসবে গিয়ে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যেতে থাকেন তিনি। এসময় অন্যান্যরা দেখে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Back to top button