সাঁওতাল পল্লীর জমি দখলের চেষ্টার প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় সাঁওতাল পল্লীর জমি দখলের চেষ্টা, দিনাজপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা, নওগাঁর মহাদেবপুরে আদিবাসী নারীকে ধর্ষণ চেস্টাসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ। বুধবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর গণকপাড়া থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক হুরেন মুর্মু প্রমুখ।
বক্তার বলেন, জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের আদিবাসী পল¬ী উচ্ছেদের পাঁয়তারা করছে ভূমিদস্যুরা। তারা অস্ত্রের মুখে আদিবাসীদের ভয়ভীতি দেখাচ্ছে। আনুমানিক ৬০বিঘা জমিতে তারা সীমানা পিলারও পুতে রেখেছে।
এছাড়া সম্প্রতি দিনাজপুরের চিরিরবন্দরে এক আদিবাসী নারীকে গণধর্ষনের পর হত্যা করে সন্ত্রাসীরা। নওগাঁর মহাদেবপুরে এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের অবিলম্বে বিচার দাবি করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে।