জাতীয়

সাঁওতালের বাহা পরব-১৪২৭ জাহের থান উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সূভাষ চন্দ্র হেমব্রম,পার্বতীপুর দিনাজপুর থেকেঃ বাহা পরব উদযাপন কমিটির আয়োজনে গত ২এপ্রিল ২০২১ কলম সরেন-অালমা সরেন মাঠ প্রসঙ্গে বারোকোনা পার্বতীপুর দিনাজপুর অনুষ্ঠিত হয়েছে। বাহা পরব এই বছর ৫ বছর করলো। এই বছর বাহা পরব এর স্লোগান ছিলো “ভূমি, প্রকৃতি, ও সংস্কৃতি আদিবাসীদের জীবন “। বাহা পরব বাংলাদেশের সমতলের সবচেয়ে সংখ্যাধিক আদিবাসী জাতি সাঁওতালদের দ্বিতীয় বৃহত্তর উৎসব। বাহা পরব মধ্যে প্রকৃতি রক্ষার বিশাল দশন লুকায়িত রয়েছে যা সাঁওতাল সহ সারা দেশের গ্রাণীন জনগণের প্রকৃতি ঘনিষ্ঠ জীবনকে মনে করিয়ে দেয়। বাহা পরব ১৪২৭ শুরুতেই সকাল ৯ টার সময় কমল সরেন- আলমা সরেন মাঠের উওর -পূর্ব পাশে ৫ শতক জায়গায় উপর কনক্রিটের জাহের থান প্রতিষ্ঠীত করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এটা প্রথম কনক্রিটের জাহের থান। সকালে জাহের থানে পূজা অনুষ্ঠিত হয়। পূজা সম্পূর্ণ করেন সিঙ্জা টলা নাইকে রাইসন সরেন তাকে সহযোগিতা করেন সিঙ্জা টলা মাঝি কমল সরেন, জগ মাঝি রবেন হাঁসদা, গুডিত শিবু টুডু, পারাণিক নিমল সরেন, জগ পারাণিক মানিক সরেন এর সহযোগিতায় সম্পূর্ণ হয়।

বিকালে কমল সরেন- আলমা সরেন মাঠে উদ্বোধক এসে পৌচ্ছালে সাঁওতালি তরুণীরা নেচে-গেয়ে স্বাগত জানাই। প্রতিষ্ঠীত জাহের থান এর অনুষ্ঠানিক ভাবে মোমবাতি জ্বালিয়ে উদ্বেধন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি, উক্ত সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় অদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, অর্থ সম্পাদক সুধির তিকি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, নাটের জেলা সভাপতি মাটিন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, বিশুরাম মুরমু, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সাংগঠনিক সম্পাদক রুবেল টুডু, বাহা পরব উদযাপন কমিটির আহব্বায়ক বাসন্তি মুরমু, গ্রামবাসী স্বাধীন সরেন, শান্ত সরেন, সাগেন টুডু, শিবলাল টুডু সহ অনেক।

জাহের থান উদ্বোধন শেষে রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি তার বক্তব্য বলেন, প্রত্যকটি জাতি গোষ্ঠির নিজ নিজ সমাজ, সংস্কৃতি, রীতি-নীতি প্রথা ইত্যাদি রয়েছে যা দীর্ঘদিন ধরে চলে এসেছে। তার রক্ষা চচা লালন পালন নিজেদের কেই করতে হবে এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে।

বিকালে কমল সরেন- আলমা সরেন মাঠে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের স্মৃতিস্তম্ভে পুষ্পাঘ্য অপন করেন মহান সাঁওতাল বিদ্রোহের ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের অাত্মার শান্তি কামনা করেন নিরবতা পালন করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন জাতীয় অদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, অর্থ সম্পাদক সুধির তিকি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, অাদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, বিশুরাম মুরমু, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমূখ্য।

বাহা পরব ১৪২৭ অনুষ্ঠানে বিকালে সারে ৪টার সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অায়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উদ্বোধক রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি, প্রধান অতিথি দিনাজপুর ১ রীরগঞ্জ-কাহারোল সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক আমজাত হোসেন, দিনাজপুর সরকারি কলেজ শিক্ষক ড.মাসুদুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহা পরব উদযাপন কমিটির অহব্বায়ক বাসন্তী মুরমু ও আলোচনা সভা পরিচালনা করেন সিঙ্জা টলা জগ পারাণিক মানিক সরেন।
আলোচনা সভা শেষে বারোকোনা অাদিবাসী সাংস্কৃতিক পরিষদ, রাহালা রিমিল ডান্স গ্রুপ- রাজশাহী, হিহিড়ি-পিপিড়ি সাংস্কৃতিক দল-দিনাজপুর, সারজম বাহা-দিনাজপুর, জীয়ন ঝাড়না-বিরামপুর, খালেদপুর সাংস্কৃতিক দল-ফুলবাড়ি সহ অনেকের সহযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Back to top button