চাকমা রাজকুমার ও সমাজসেবক চাঁদ রায়ের প্রয়াণ: নানা মহলের শোক
চাকমা রাজ পরিবারের বর্ষীয়ান সদস্য ও বিশিষ্ট সমাজসেবক চাঁদ রায় আর নেই। তিনি গত ১৯ অক্টোবর শনিবার রাত ১১টায় চট্টগ্রামের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।
চাঁদ রায় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের বড় ভাই ছিলেন। ১৯৫২ সালের ৯ আগস্ট তিনি চাকমা রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পেশাগত জীবন শিক্ষকতা দিয়ে শুরু হয় । পরবর্তীতে তিনি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন এবং সমাজসেবায় নিজেকে যুক্ত করেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। চাঁদ রায় একাধিক বই ও প্রবন্ধ রচনা করেছেন, যা তাকে বুদ্ধিজীবী মহলেও পরিচিত করে তোলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রবিবার বিকেলে রাঙামাটির রাজদ্বীপ মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। চাঁদ রায়ের মৃত্যুতে বিভিন্ন বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।