আঞ্চলিক সংবাদ

সবিন মুন্ডা’র প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয় আদিবাসী পরিষদের শ্রদ্ধাঞ্জলি ও স্মরনসভা

অপূর্ব কুমার সিং, আঞ্চলিক প্রতিনিধি (উত্তরবঙ্গ): যথাযথ মর্যাদায় পালন করা হলো সবিন মুন্ডা’র প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় নওগাঁ মহাদেবপুর উপজেলার বৃন্দাবনপুরে (কালনা) স্মরনসভার আয়োজন করা হয়। এর আগে প্রয়াত সবিন চন্দ্র মুন্ডা’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদ (রাজশাহী বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সঞ্চালনায় স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল।

আদিবাসী নেতা সবিন মুন্ডার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তব্য রাখছেন সাংসদ ফজলে হোসেন বাদশা।

স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স ও সম্পাদক চন্ডি কুমার বাগদি, জাতীয় আদিবাসী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্রজেন সিং, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ বিমল খালকো, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান।

স্মরণ সভায় বক্তারা বলেন, ‘প্রয়াত সবিন চন্দ্র মুন্ডা একজন ভালো মানুষ ছিলেন। সমাজের জন্যে যারা ভালো কাজ করেন, তাদের মৃত্যু নেই। তারা তাদের ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। তেমনি প্রয়াত সবিন চন্দ্র মুন্ডা মরেনি। তিনি আদিবাসী মানুষের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন।

 

 

Back to top button