অন্যান্য

সংখ্যালঘুদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে কবি মুহাম্মদ সামাদের কবিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) ও কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিভিন্ন সময় কবিতা লিখে নানা সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে ও বেদনায় রচিত কবি মুহাম্মদ সামাদের দুটি কবিতা আইপিনিউজ এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো:


সবার উপরে মানুষ সত্য

মুহাম্মদ সামাদ

এখানে মা দুর্গা উবু হয়ে পড়ে আছে- দুই চোখে অশ্রু তার;
যেনো সন্তানের ম্লানমুখে তাঁকাবে না মাতা আর!
কালী মা’র দুই চোখে অভিমান, ফিরিয়ে রেখেছে মুখ-
যেনো শক্তির খড়গ হাতে তাড়াবে না তষ্করের তাণ্ডব
লক্ষ্মীর আসনে বসে গেছে নিশাচর পেঁচা-
যেনো শস্যদানা গাভি কবুতর ফলিবে না গাঁয়ে
ঘর বাড়ি মাথা তুলে দাঁড়াবে না নিজ নিজ পায়ে
ছিন্নভিন্ন হয়ে সরস্বতী গেছে নিরুদ্দেশে
যেন বিদ্যার বিভায় আর জাগিবে না মানবিক বোধ!

এ যে একাত্তরের গ্রাম!
উনিশ’শ একাত্তরে, সেই বিসর্জনে
নির্বিবিচারে পথে ঘাটে জীবন দিলাম
বুকের মানিক প্রিয় পুত্র ও কন্যা দিলাম
কতো যতনের ধন অমূল্য সম্ভ্রম দিলাম
সাত পুরুষের ভিটে বাড়ি মন্দির দিলাম!

হাজার বছর ধরে
আমাদের রক্তে বহে সর্বধর্মনাম
হাজার বছর ধরে
আমাদের রক্তে বহে মানুষপ্রণাম।

এ মাটির অমল উত্থানে তাই
আমরা সাম্যের গান গাই।

আবার এমন নিষ্ঠুর তাণ্ডব কেনো তবে?
কেনো সেই হায়েনার হিংস্র বর্বরতা?
আমার পিতার দীর্ঘ সংগ্রামে কেনা
আমার পুত্রের পবিত্র রক্তে কেনা
আমার কন্যার অমূল্য সম্ভ্রমে কেনা
আমার বোনের লজ্জিত শাড়িতে কেনা
আমার মায়ের প্রতীক্ষার কষ্টে কেনা
অধর্মের ছোবলে নীল- এ কোন্ মাতৃমুখ!

আমি কি আমার ধর্ম ভুলে যাই?-
‘সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই’।


মানুষের পাশে দাঁড়াও

মুহাম্মদ সামাদ

তুমি মানুষের পাশে দাঁড়াও- মানুষ
মানুষেরা একা একা অন্ধকারে কেবলি কাঁদছে
ঘাতকেরা প্রতিদিন শিশু আর নারীর লাবণ্য থেকে লুটে নিচ্ছে
শস্যের সোনালী, রোদের নম্রতা- আকাশের নীল!
মানুষের রক্ত ঘাম মেধা ঠেলে দিচ্ছে হিংস্রতার মুখে
বিধবার করুণ কাতর চোখ আর ধর্ষিতার বিভৎস আত্মহত্যা-
এই বাংলাদেশে আজ সব ফিকে।
মানুষের আজ বড় অসহায়, একা- অনুভূতিহীন
তুমি মানুষের পাশে দাঁড়াও- মানুষ!

অঝোর কান্নায় সৈকতে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের ঢেউ
মানুষের বেদনায় কেঁপে ওঠছে নিশ্চল হিমালয়
কেঁদে ওঠছে হরিণশিশু- বাংলার তেরোশত নদী
পাখি আর পতঙ্গের ঝাঁক
এমন কি সুন্দরবনের বাঘেরাও আজ কিংকর্তব্যবিমূঢ়
বাতাসের বোবাকান্না ভেঙে পড়ছে বাতাসে…

মানুষেরা আজ বড় অসহায়, একা-
মানুষেরা একা একা অন্ধকারে কেবলি কাঁদছে
আলো আর ভালোবাসা নিয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও-
দাঁড়াও- মানুষের পাশে…

Back to top button