জাতীয়

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা: “অন্যতম আসামী” গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে গত ১৫ জানুয়ারীতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাঈদ ফজলুল করিম স্বপন (৪২)। সে এই হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। এ নিয়ে দায়েরকৃত মামলায় এই পর্যন্ত সর্বমোট ৫ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, মতিঝিল থানা পুলিশের একটি দল আজ শনিবার ভোররাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায়, মামলার তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন মিডিয়ার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনায় রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৪) ও অন্যান্য আহত ছাত্র-জনতার ওপর হামলাকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাঈদ ফজলুল করিম স্বপন

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতির প্রচ্ছদ অপসারণের প্রতিবাদে গত ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীরা ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণ  প্রতিবাদ জানাতে যায় । সেখানে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র ব্যানারে একদল সন্ত্রাসী পাল্টা কর্মসূচি দিয়ে আগে থেকেই দেশীয় অস্ত্রে স্বজ্জিত অবস্থায় ও ক্রিকেট স্ট্যাম্পে জাতীয় পতাকা বেধেঁ হামলার উদ্দেশ্যে অবস্থান নেয় এবং পরে আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের হয়। এর আগে গত ১৫ জানুয়ারি রাতে আরিফ আল খাবির (৩৮) ও মো. আব্বাস (২৪) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ জানুয়ারি হাবিবুর রহমান নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গত ১২ ফেব্রুয়ারি এ মামলার এজাহারভুক্ত আসামি জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কৃত সদস্য শাহাদাত ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

Back to top button