ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে অজয় রায়কে শ্রদ্ধায় স্মরণ:

আইপিনিউজ ডেক্স(ঢাকা): শোক, স্মৃতিচারণ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে অগ্রসর করে নেবার অঙ্গীকারে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ।
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মানবিক সমাজের স্বপ্নদ্রষ্টা অজয় রায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে রুম-১ পশ্চিম গ্যালারী জাতীয় টেনিস কমপ্লেক্স শাহবাগ ঢাকায় আজ সকাল ১০টায় প্রয়াত নেতার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এই সময়ে প্রায়ত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কমিউনিষ্ট কেন্দ্র, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাষ্ট, কেন্দ্রীয় খেলাঘর, টিইউসি. জাতীয় শ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন ঢাকা মহা নগর সহ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন সমূহ।
স্মৃতিচারণমূলক আলোচনা সভাটি সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ।
আলোচনায় অংশ নেন যথাক্রমে; বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নূর মোহাম্মদ তালুকদার, জাসদ-এর সাধারণ সম্পাদক শিরিণ আখতার, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঐক্য ন্যাপ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টির পরিতোষ দেবনাথ, কমিউনিষ্ট কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. অসিত বরুণ রায়, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রনয় সাহা প্রমুখ।

সভায় বক্তাগণ প্রয়াত নেতার কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নিয়ে বলেন, অজয় রায় একটি বৈষম্য ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজের স্বপ্ন দেখতেন। তাঁর স্বপ্নে মানবিক সমাজ প্রতিষ্ঠার কাজকে অগ্রসর করতে হলে অসাম্প্রদায়িক চেতনার পক্ষের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।