শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রম আইন বিষয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ
সুবর্ণ পাথাং: শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজারে চা জনগোষ্ঠীদের নিয়ে গত ২৩-২৪ সেপ্টেম্বর ইনডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সাভির্সেস -(আইপিডিএস) এর আয়োজনে আন্তর্জাতিক শ্রম সংস্হা- (আইএলও) সহযোগীতাই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন-লেবার হাউসের হল কক্ষে চা জনগোষ্ঠীর মানবাধিকার ও শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালির বিভিন্ন চা বাগান থেকে ২৫জন চা জনগোষ্ঠীরা অংশগ্রহন করে। অংশগ্রহন কারী প্রশিক্ষনার্থীরা চা বাগানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। চা জনগোষ্ঠিরা প্রত্যাশা যাচাইয়ে জানান চা আইন সম্পর্কে বিস্তারিত জানা নেই। সেই সাথে এই প্রশিক্ষণে চা জনগোষ্ঠির মানবাধিকার, ন্যায্য দাবি সমূহ, নানা ধরনের চুক্তি বিষয়, নিয়িখ হাজিরা, শিক্ষা, চিকিৎসা, বাস্তস্হান, চিও বিনোদন ইত্যাদি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।
প্রশিক্ষণে মি.রামভজন কৈরি নেতৃত্ব ও বর্তমান অবস্হা উওোরণের করনীয়তে বলেন, যেকোন সমস্যা হলে চা শ্রমিক কোথাই যাবে, এজন্য বাগান পঞ্চায়েত কমিটি রয়েছে, ভ্যালি রয়েছে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রয়েছে। এজন্য চা বাগান শ্রমিকদের জানতে হবে সমস্যা হলে লড়াই করে চলতে হবে।
এদিকে প্রশিক্ষণে চা জনগোষ্ঠীর মানবাধিকার-(জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট), ভূমি সমস্যা, আইএলও কনভেনশন নং ১১০, ১১১, ১০৭, ১৬৯: প্রেক্ষিত বাংলাদেশের চা জনগোষ্ঠী, অধিকার আদায়ের এডভোকেসি, লবি, লিংকেজ ও নেটওর্য়ারকিং এর ভূমিকা সম্পর্কে প্রশিক্ষনার্থীরদেরকে স্পষ্ট ধারণা দিতে চেষ্ঠা করে।
প্রশিক্ষনণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মি.মাখনলাল কর্মকারের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন মি.রামভজন কৈরি (সাধারণ সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ), মি.আলেক্সসিউস চিছাম(ন্যাশনাল কোঅর্ডিনেটর,আইএলও), মি.রিপন চন্দ্র বানাই( প্রজেক্ট কোঅর্ডিনেটর, আইপিডিএস), মি.পংকজ কন্দ (কেন্দ্রীয় সহসভাপতি,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন)।