আঞ্চলিক সংবাদ

শেরপুরে এক শ্রমিকের নিহতঃ দুই গারো আদিবাসী আটক

গত ২৯ শে এপ্রিল শেরপুর জেলার নালিতাবাড়ীর রুপনারায়নকুড়া ইউনিয়নের একজন শ্রমিক হত্যার ঘটনায় দুজন গারো আদিবাসীকে আটক করেছে পুলিশ। আটক দুজন আসং মারাক (৩৫) এবং প্রাণ মারাক (৩০)। গত ২৮ এ এপ্রিল বৃহস্পতিবার হুমায়ন কবির (৪০) নামের একজন শ্রমিক নিজ গ্রাম সিংগারপাড় থেকে নিখোঁজ হন। পরের দিন ২৯ শে এপ্রিল শুক্রবার মির্জাবাজার এলাকায় একটি ব্রিজের নীচে তাঁর লাশ পাওয়া যায়। পরে নিহতের স্ত্রী মাহমুদা অজ্ঞাত খুনিদের নামে মামলা দায়ের করেন।
আটককৃত দুজনই নিহত শ্রমিকের সিংগারপাড় গ্রামের বাসিন্দা। তবে কি সুত্র ধরে দুজনকে আটক করা হয়েছে বা তাঁরা হত্যা ঘটনার সাথে যুক্ত কিনা এই বিষয়ে কিছু জানা যায়নি। খুনের রেশ ধরেই দুজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসেন জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে।

Back to top button