জাতীয়

শেরপুরে আদিবাসীদের ভূমি রক্ষার সমাবেশ আগামীকাল

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামে গারো আদিবাসীদের ব্যবহৃত ব্যাপ্তিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান দখল ও উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ১৭ আগস্ট সকালে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ গণসমাবেশের আয়োজন করেছে শেরপুর জেলার আদিবাসী ছাত্র-জনতা।

গত ১১ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে বন বিভাগ কর্তৃক ব্যাপ্তিস্ট চার্চের এই শতবর্ষী ফলের বাগান দখল ও উচ্ছেদের চেষ্টা চালানো হয়। এ সময় এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বাধা দিলে বন বিভাগের পক্ষ থেকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। এতে স্থানীয় গারো সম্প্রদায়সহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে।

আন্দোলনকারীদের দাবি, “ব্যাপ্তিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান কেবল একটি জমি নয়—এটি আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, বিশ্বাস ও সাংস্কৃতিক জীবনের প্রতীক। বন বিভাগের দখল ও উচ্ছেদ প্রচেষ্টা বেআইনি, সংবিধানবিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। শতাধিক বছর ধরে ব্যাপ্তিস্ট চার্চের ফলের বাগান গারো জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অথচ বন বিভাগের অসাধু মহল এটি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে, যা শুধু বেআইনি নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার হরণের ঘৃণ্য উদাহরণ।

আসন্ন ১৭ আগস্টের গণসমাবেশ থেকে অবিলম্বে দখল ও উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধের দাবি জানানো হবে। পাশাপাশি সরকারের প্রতি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ব্যাপ্তিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান ও গারো সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানানো হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

Back to top button