শিল্প সংলাপ ও গান কবিতায় আদিবাসী দিবস উদযাপন

ঢাকা, ৮ আগস্ট ২০২৫: আজ বিকেলে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্টস ইউনিটির আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “Culture for Identity: From Soil to Soul” (“সংস্কৃতিই পরিচয়ঃ ভূমি থেকে সত্তায়”) শিরোনামে ঢাকার পরীবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী, সংলাপ, কবিতা, চলচ্চিত্র প্রদর্শনী ও গান পরিবেশন করেন পাহাড় ও সমতলের আদিবাসী শিল্পীরা।
অনুষ্ঠানের প্রথম পর্বে আদিবাসী কবিরা নিজ মাতৃভাষায় কবিতা পাঠ করেন। অনন্যা দ্রং, বাধন হাজং, বিথি কুজুর তাদের কবিতার মাধ্যমে আদিবাসী জীবন ও সংস্কৃতির নানাদিক উপস্থাপন করেন।

পরবর্তীতে এডিট দেওয়ানের সঞ্চালনায় সংলাপে আলোচকরা বাংলাদেশে আদিবাসী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। “সেন্সরশিপ, স্ব-সেন্সরশিপ, নজরদারি ও আদিবাসী শিল্পচর্চার অন্যান্য চ্যালেঞ্জ” বিষয়ক আলোচনায় অংশ নেন ফটোগ্রাফার ডেনিম চাকমা, সংস্কৃতি কর্মী ও সংগীত শিল্পী পিংকি চিরান, আন্তনী রেমা ও আগস্টিন মুর্মু। আলোচনায় আলোচকরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিষয়বস্তুর উপর আলোকপাত করেন।
সান্তুয়া ত্রিপুরার পরিচালনায় আদিবাসী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “Will Menle Return?” (জৌপারি লুসাই) ও “A Snail Without Shell” (মহিন রাখাইন) প্রদর্শিত হয়। “Crafting at the Edge” শিরোনামে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আদিবাসী তরুণ সিনেমা নির্মাতাদের সিনেমা তৈরির যাত্রা ও সম্ভাবনার বিষয়ে একটি আলোচনা হয়।

শেষ পর্বে সুচি মারমা, সবুজ মাজি, হৃদয় সরেন সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।