জাতীয়

লামাতে ভূমি বেদখল পরিদর্শনে যাচ্ছেন নাগরিক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ৫ মে, ঢাকাঃ বান্দরবানের লামা উপজেলায় বহিরাগতদের কর্তৃক পাহাড়ীদের জায়গা, ভিটেমাটি দখলের ঘটনাবলী সরেজমিন পরিদর্শনে যাচ্ছেন নাগরিক প্রতিনিধি দল। রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠক ও সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি ঢাকা থেকে ৫ মে লামার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সফরকারী দলের সাথে থাকা কাপেং ফাউন্ডেশনের প্রতিনিধি টিসেল চাকমা আইপি নিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৬মে প্রতিনিধি দল লামায় বেদখল হওয়া ভূমি পরিদর্শন করবেন এবং ভূমি হারানো মানুষের বক্তব্য শুনবেন। তারপর তারা জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। এই ছাড়াও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, মানবাধিকার কর্মী রওশন মাসুদা, আইনজীবী এ্যাড. প্রকাশ বিশ্বাস, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি সুমন মারমা নাগরিক প্রতিনিধি দলে রয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকের সংবাদকর্মীরাও এই নাগরিক প্রতিনিধি দলের সাথে সরেজমিন পরিদর্শনে যাচ্ছেন। প্রতিনিধি দল ৭ মে ঢাকায় ফিরবেন।

Back to top button