জাতীয়

লংগদুর সাম্প্রদায়িক হামলার একবছর পূর্তিতে আলোচনা সভা

আগামীকাল সকাল ১০:৩০টায় ‘লংগদুর অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার একবছর গৃহনির্মাণসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আদিবাসী ফোরাম, আইইডি, জনউদ্যোগ ও কাপেং ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা অনুষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলায় চলচ্চিত্র প্রদর্শনী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আলোচনায় উপস্থিত থাকবেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমূখ।

আগামীকাল বুধবারের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনউদ্যোগ জাতীয় কমিটির আহবায়ক ডা. মুশতাক হোসেন।

Back to top button