আন্তর্জাতিক
রাশিয়াকে কনস্যুলেট বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট এবং ওয়াশিংটন ও নিউইয়র্কের রুশ চেন্সেরির দুটি এনেক্স ভবনও বন্ধের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ফেলতে বাধ্য করার পাল্টা জবাবে ওয়াশিংটন বৃহস্পতিবার এ নির্দেশ দিলো।
মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী শনিবারের মধ্যেই ওই তিন কার্যালয় বন্ধ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়, রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের সংখ্যা কমাতে বাধ্য করার অন্যায্য ও মানহানিকর পদক্ষেপের প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।