রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষকে হত্যার হুমকিঃ উদ্বিগ্ন নেতৃবৃন্দের সাক্ষাত
ঢাকার রামকৃষ্ণ মিশনের মিশন প্রধান স্বামী ব্রুবেশানন্দ অধ্যক্ষকে হত্যার হুমকির ঘটনায় উদ্বিগ্ন দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক দলসমূহের নেতৃবৃন্দ ১৮ই জুন বিকেলে ছুটে যান ঢাকার রামকৃষ্ণ মিশনে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবি নেতা মঞ্জুরুল আহসান খান, ওয়াকার্স পার্টির নেতা কমরেড বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির নেতা নুরুল রহমান সেলিম, গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, পার্বত্য জনসংহতি সমিতির এডভোকেট বিধায়ক চাকমা প্রমুখ।
নেতৃবৃন্দ ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের জীবননাশের হুমকির বিরুদ্ধে তীব্র ধিক্কার, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, শতাধিক বছর ব্যাপী বাংলাদেশে বহুমুখী জনকল্যাণ ও আপদকালীন ত্রাণকার্য, শিক্ষা-চিকিৎসাসেবা, প্রভৃতি ক্ষেত্রে মানবিকসেবা প্রদানকারী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনকে “হিন্দু প্রতিষ্ঠান” আখ্যা দিয়ে জঙ্গী টার্গেট পরিণত করা এবং মিশন প্রধানকে হত্যার হুমকির মধ্য দিয়ে মূর্খ জঙ্গী চক্ররা পবিত্র ধর্মকে জঙ্গীত্বের ঘৃণ্যধর্ম বানিয়েছে। রামকৃষ্ণ মিশনের মানবিক, সম্প্রীতি- সমন্বয় প্রভৃতি মানবসেবার প্রতি কোনরূপ আঘাত অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশের জনগণ কোন মতেই সহ্য করতে পারেনা।
নেতৃবৃন্দ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও মিশনের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়ে বাংলাদেশের জনগণের বিশ্বস্ত বন্ধু মিশনের নিরাপত্তা বিধানে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মিশনের অধ্যক্ষ প্রত্যত্তুরে নেতৃবৃন্দের সমর্থন ও সমমর্মীতা প্রকাশের জন্য ধন্যবাদ জানান।