আঞ্চলিক সংবাদ
রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও নতুন কমিটি গঠন

গতকাল ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার,দিনব্যাপী আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে শহীদ হবিবুর রহমান হলের খেলার মাঠ প্রাঙ্গনে রাবিতে (২০২৪-২০২৫) সেশনে নতুন আদিবাসী শিক্ষার্থীদের স্বাগতম এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নবীন বরণ, সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নতুন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সহ সভাপতি দিবাসনজিত সরদার এর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সঞ্জয় উড়াও এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিচালক হরেন্দ্রনাথ সিং, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম (কনক), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর ড.আখতার হোসেন মজুমদার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সূভাষ চন্দ্র হেমব্রম, আন্তর্জাতিক সম্পাদক খোকন সুইটেন মুরমু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি অনিল গজাড় সধারণ সম্পাদক শীত কুমার উরাও প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেন পাহান দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, সাগর কুমার সিং সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখা, বিজয় চাকমা সভাপতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর।
বক্তারা বলেন আদিবাসী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাচ্ছে। একই সাথে প্রধান অতিথি বলেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের যে কোন সমস্যা হলে অবশ্যই তারা তাদের সার্বিক সহযোগিতা করবে সে আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সবার সম্মতিক্রমে বিথী এক্কাকে সভাপতি, দিনেশ সরদারকে সাধারণ সম্পাদক ও সূর্যকান্ত কেরকাটা কে সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’র আংশিক নতুন কমিটি ঘোষণা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়।
