আঞ্চলিক সংবাদ

রাজশাহী দুর্গাপুরে আদিবাসী নারী ধর্ষণের শিকার

রাজশাহী দুর্গাপুরে এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গত রবিবার রাতে ধর্ষিতা (২২) বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মৃত আব্দুর রহমানের ছেলে ধর্ষণকারী জাহাঙ্গীর আলম (৩৫) কে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা থেকে কাজের সন্ধানে ধর্ষণের শিকার গৃহবধূসহ বেশ কয়েকজন দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের একটি কলোনিতে আশ্রয় নেয়। বেশ কিছুদিন থেকে দৈনিক বেতনের ভিত্তিতে তিনি মাঠে কাজ করে আসছিলেন। শুক্রবার মাঠে কাজ শেষে কলোনিতে ফিরে যান তিনি। এর পরে তিনি কলোনির পাশে জাহাঙ্গীরের বাড়িতে টিউওবয়েলে যান পানি নিতে। এ সময় জাহাঙ্গীর তাঁকে একলা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

দুর্গাপুর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ধর্ষণকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Back to top button