রাজশাহী কালচারাল একাডেমির পরিচালক হলেন হরেন্দ্রনাথ সিং
রাজশাহী কালচারাল একাডেমির নতুন পরিচালক হলেন হরেন্দ্রনাথ সিং। গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ০২ (দুই) বছর মেয়াদে “রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি”-এর পরিচালক পদে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রথম আদিবাসী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন।
প্রজ্ঞাপন জারির পরপর ২৭ নভেম্বর ২০২৪ তারিখ (রবিবার) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করে যোগদান করেন।
হরেন্দ্রনাথ সিং আদিবাসীদের গানের দল ‘মাদল’ এর সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
হরেন্দ্রনাথ সিং এর বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন আইইডি নামক এক বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত ছিলেন।