রাজশাহীতে সুরেন্দ্রনাথ সরদারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত
সুরেন্দ্রনাথ সরদার, জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের ১১তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বেলা ১১.০০টায় রাজশাহীর গণকপাড়াস্থ কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সুরেন্দ্রনাথ সরদার (কুজুর)-সহ আদিবাসী সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্রিষ্টিনা বিশ্বাস। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, নাটোর জেলা সাবেক সভাপতি নরেশ উরাও, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী উপজেলা সাবেক সভাপতি নন্দলাল টুডু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, আদিবাসী যুব পরিষদের সদস্য উত্তম কুমার মাহাতো প্রমুখ।
সুরেন্দ্রনাথ সরদারের পরিবার থেকে স্মৃতি চারণ করেন তার ছেলে সুমন কুজুর, ভাইপো সুদেব সরদার এবং প্রতিবেশি শুকর সরদার।
বক্তারা সুরেন্দ্রনাথ সরদারের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সুরেন্দ্রনাথ সরদার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া ঠাকুরপাড়া গ্রামে ১৯৫২ সালের ১লা জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা থেকে সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সুরেন্দ্রনাথ সরদার আদিবাসীদের একজন বলিষ্ঠ সংগঠক ছিলেন। সুরেন্দ্রনাথ সরদারের নেতৃত্বে জাতীয় আদিবাসী পরিষদ আদিবাসীদের নিয়ে সমাবেশ, ঘেরাও, লংমার্চের মত কয়েকটি বৃহৎ কর্মসূচির মাধ্যমে জাতীয় আদিবাসী পরিষদের উত্থানকে জানান দেয়। তীব্র আন্দোলনের মাধ্যমে সমতল তথা বাংলাদেশের আদিবাসীদের ভূমি এবং অস্তিত্ব রক্ষার আন্দোলন এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিসহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি দেশ, জনগন ও রাষ্ট্রের কাছে তুলে ধরা হয়। সুরেন্দ্রনাথ সরদার জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাকাল থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রয়াত হন।
বক্তারা আরও বলেন, আদিবাসীদের অধিকার এবং দাবি আদায়ের লড়াই সংগ্রামে সুরেন্দ্রনাথ সরদারের অবদান এবং আত্নত্যাগ আদিবাসীরা আজীবন মনে রাখবে। জাতীয় আদিবাসী পরিষদের স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুরেন্দ্রনাথ সরদারের নাম।