শিল্প ও সংস্কৃতি
রাজশাহীতে সান্তালি গানের আসর অনুষ্ঠিত

গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের রাজশাহী শহরের নিউ মার্কেট এলাকায় সান্তালি গানের আসর-২ অনুষ্ঠিত হয়েছে। শহরের নিউ মার্কেটে ক্রেভিংস রেস্টুরেন্ট এ এ আসরটি অনুষ্ঠিত হয়।
এতে গান পরিবেশন করেন, সান্তালি গানের দল স্বরে- অ।
সান্তালি গানের দল স্বরে- অ এর ভোকাল ও সান্তালি গানের আসরের উদ্যোক্তা মার্টিন গ্রীন হাসদা আইপিনিউজকে জানান, আয়োজনটি একদম নিজ উদ্যোগে করা। আমরা আমি চাই বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি সান্তালি বা আরো বিভিন্ন আদিবাসীদের গান শুনুক। টিকিট কেটেই শুনুক। এর আগে একবার করেছি ২০২২ এ। এটা দ্বিতীয় বার ছিল। এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে।
এছাড়া গান পরিবেশন করেন সাইনাইড, শাদিউল আলন জীবন ও রঙ্গন।