খেলাধুলা

রাজশাহীতে এম.এন.লারমা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ শুরু

২৭ সেপ্টেম্বর, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের প্রয়াত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্মৃতির উদ্দেশ্যে”এম.এন.লারমা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৭” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে শুরু হয়েছে।মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়,রুয়েট এবং রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল জুম্ম শিক্ষার্থীদের স্বক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই টুর্ণামেন্ট হয়ে থাকে।এই টুর্ণামেন্ট-এ এবারে মোট তিনটি দল অংশগ্রহণ করে। A টিম, B টিম, ও C টিম।

খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুম্ম সমাজের অগ্রগতিতে,জুম্ম জাতীয়তাবাদের বিকাশে মানবেন্দ্র নারায়ণ লারমার অবদান,সংগ্রাম ও আত্নত্যাগ ইত্যাদি বিষয়ে পিসিপির নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত আলোচনা করেন।
আলোচনা শেষে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্যতম সিনিয়র শিক্ষার্থী সুজন তঞ্চঙ্গ্যা কতৃক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে টুর্ণামেন্ট- এর উদ্বোধনী খেলা শুরু হয়।

Back to top button