অন্যান্য

রাজধানীর নর্দ্দায় গারো মা মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

আজ আনুমানিক ৫ ঘটিকায় সময় রাজধানীর নর্দ্দায় গারো জাতিগোষ্ঠীর মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল সংলগ্ন চার তলা বাসায় পরিবারসহ থাকতেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড।

আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ নিহত মহিলার স্বামী আশিষ মানকিন তার কর্মস্থল থেকে ফিরে প্রথমে লাশ দেখতে পায়। এরপর বাড়ির মালিককে জানালে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে মা ও মেয়ের পরিচয়ু জানা গেছে সুজাতা চিরান (৩২) এবং তার মা বেজেট চিরান (৬২)। প্রতিবেশীদের কাছে পাওয়া তথ্যমতে ঐ নিহত মহিলাদের বাড়ি হালুয়াঘাটের উত্তর জয়রামকুরা গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার পর তদন্ত চালাচ্ছে। আলামত সংগ্রহ করার পর মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান পরিদর্শক আমিনুল ইসলাম।

আইপিনিউজের প্রতিনিধি ইতোমধ্যেই ঘটনাস্থলে অবস্থান করছেন। কিন্তু পুলিশ ঘটয়না তদন্তের স্বার্থে এখনো কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেনা।
বিস্তারিত আসছে……..

Back to top button