জাতীয়

রাজধানীতে গারো কিশোরী ধর্ষিত

রাজধানীর গুলশান এলাকার কালাচাঁদপুরে ১৬ বছর বয়সী এক গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, পরিচিত এক নারীর মাধ্যমে অভিযুক্ত ইউসুফের বাসায় কাজ নেন ওই কিশোরী।

কিশোরীর পরিচিত ওই নারী জানান, ইউসুফ ও তার স্ত্রী চাকরিজীবী। গত ২৬ জানুয়ারি গৃহকর্মী হিসেবে ওই কিশোরী তাদের বাসায় কাজ শুরু করে। বুধবার সকাল ৯টার দিকে স্ত্রী কাজে বেরিয়ে গেলে ইউসুফ গৃহকর্মী তরুণীকে দুই দফায় ধর্ষণ করে। পরে তাকে খবর দেওয়া হলে তিনি গিয়ে কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ধর্ষণের অভিযোগে একজন নারীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল গুলশানে। আমরা গুলশান থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।

Back to top button