জাতীয়

রাঙ্গামাটি ইউপি নির্বাচনে আঞ্চলিক দলগুলোর নিরংকুশ বিজয়ঃ আওয়ামী লীগের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদকঃ শেষ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। বেসরকারী ফলাফলে ৪৭ টি ইউনিয়নের মধ্যে ৩৩ টি ইউপিতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৪ জুন সারাদেশে অনুষ্ঠিত শেষ দফা নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার ৪৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগের নিরংকুশ জয় অব্যাহত থাকলেও রাঙ্গামাটিতে আওয়ামী লীগের ভরাডুবি রোধ করা যায়নি। রাঙ্গামাটি জেলার ইউপি নির্বাচন নিয়ে শাসক দল আওয়ামী লীগ অনেক টালবাহানা করলেও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থীরা ২৫ টি ইউপিতে, আওয়ামী লীগ ১১টি, বিএনপি ২ টি এবং অন্যান্যরা ৮ টিতে জয়লাভ করেছে। আরো একটি নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও পাওয়া যায়নি।

জুরাছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ক্যানন চাকমা, ২নং বনযোগীছড়া ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্তোষ বিকাশ চাকমা, ৩নং মৈদুং ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাধনানন্দ চাকমা এবং ৪নং দুমদুম্যা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শান্তিরাজ চাকমা জয়যুক্ত হয়েছেন।
বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুনীল কান্তি চাকমা এবং ২নং কেঙড়াছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অমরজীব চাকমা জয়যুক্ত হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মানবজ্যোতি চাকমা, বাঘাইছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুনীল বিহারী চাকমা, সার্বোয়াতলী ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তুষারকান্তি চাকমা, খেদারমারা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞান কার্বারী জয়যুক্ত হয়েছেন।
রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুদত্ত চাকমা, মগবান ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ চাকমা, বালুখালী ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়গিরি চাকমা, বন্দুকভাঙ্গা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বরুণ কুমার চাকমা, সাপছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মৃণাল কান্তি চাকমা চাকমা (মেলামুনি), কুতুকছড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কানন চাকমা জয়যুক্ত হয়েছেন।
নানিয়ারচর উপজেলাধীন নানিয়ারচর ইউনিয়নের যৌথ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্যোতিলাল চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের যৌথ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অমিয় কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়নের যৌথ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রমোদ খীসা এবং সাবেক্ষ্যং ইউনিয়নের যৌথ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুপন চাকমা সুশীল জীবন জয়যুক্ত হয়েছেন।
কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খেইসাঅং মারমা জয়যুক্ত হয়েছেন।
রাজস্থলী উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুশান্ত তঞ্চঙ্গ্যা এবং গাইন্দ্যা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উথান মারমা জয়যুক্ত হয়েছেন।
লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঙ্গল কান্তি চাকমা এবং লংগদু ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কল্যাণমিত্র চাকমা জয়যুক্ত হয়েছেন।
বরকল উপজেলাধীন বরকল সদর ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কমলেন্দু বিকাশ চাকমা, শুভলং ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরুণ কান্তি চাকমা পরায়ন, আইমাছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অমর চাকমা এবং বড় হরিনা ইউনিয়নের জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লীলাময় চাকমা জয়যুক্ত হয়েছেন।
কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জগদীশ চাকমা ও ফটিকছড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়যুক্ত হয়েছেন।

Back to top button