আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটিতে সেটেলার কর্তৃক জুম্মর জায়গা দখলের অভিযোগ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের গবঘোনায় সেটেলার কর্তৃক এক জুম্মর জায়গা দখল করে রেস্টুরেন্ট করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী জায়গা মালিকের নাম জ্ঞান লাল চাকমা (৫৫), পীং- মৃত খগেন্দ্র চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, এতদিন উত্তরাধিকার সূত্রে জ্ঞান লাল চাকমা তার পিতৃ সম্পত্তি ভোগ দখল করে আসছে। গত ২৫ জানুয়ারি, গবঘোনা বাঙালি পাড়ার সেটেলার মো:জহির (৫৮) পীং- আমজাদ হোসেন, মো:মাইউদ্দিন (৩৫), পীং- মৃত মাহবুব আলম, মো: ইকবাল (৩২),পীং- মোঃ তোতামিয়া উক্ত ভোগদলীয় জায়গায় রেস্টুরেন্ট তৈরী করছে।

জানা যায়, উক্ত জায়গাটি দখলের জন্য গবঘোনা ও জীবতলী ক্যাম্পের স্থানীয় আইনরক্ষাকারী বাহিনী তাদেরকে পূর্ণ সহযোগিতা করছে। আরো জানা যায়, স্থানীয় হেডম্যান ও কার্বারীদের হুমকি দেওয়া হচ্ছে সহযোগিতা না করার জন্য।

Back to top button