আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটিতে মার্কিন রাষ্ট্রদূত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও ঐ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে মার্কিন সরকারের সাহায্য সংস্থা ইউএসএইড সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট।

রাঙ্গামাটি ও বান্দরবান সফরের প্রথম দিনে আজ সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সাথে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা সাংবাদিকদের জানান।

এসময় ইউএসএইড বাংলাদেশ মিশনের প্রধান জেনিনা জারুজেলস্কি সহ সংস্থাটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা সার্কেল চীপ রাজা দেবাশীষ রায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এছাড়া রাঙ্গামাটির ইউএনডিপির কার্যালয় পরিদর্শনসহ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সাথেও সৌজন্য সাক্ষাত করেছেন।

Back to top button