আঞ্চলিক সংবাদ
রাঙ্গামাটিতে পুলিশ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাঙ্গামাটিতে পুলিশ ভ্যানের চাপায় বুদ্ধ বিজয় চাকমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রাঙ্গামাটি পুলিশ লাইন সড়কের ট্রেনিস কোট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে আসা পুলিশের ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বুদ্ধ বিজয় চাকমা। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।