শিল্প ও সংস্কৃতি

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ তম পার্বত্য চলচ্চিত্র উৎসব

আইপিনিউজ ডেস্ক (রাঙ্গামাটি): রাঙ্গামাটিতে ষষ্ঠ বারের মত অনুষ্ঠিত হচ্ছে  পার্বত্য চলচ্চিত্র উৎসব। এ আয়োজনের প্রথম পর্ব ডিসেম্বর ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত রাঙ্গামাটির শিল্পকলা একাডেমী এবং উদ্যোগ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে  ২০২৫ সালের জানুয়ারী ২ থেকে ৪ তারিখ ঢাকায়।
আয়োজনটির উপলক্ষ্যে আজ ”পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভাষায় সিনেমা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী চলচ্চিত্র নির্মাতা এবং পার্বত্য চলচ্চিত্র উৎসবের আয়োজক এডিট দেওয়ানের সঞ্চালনায় আলোচনা করেন অঞ্জুলিকা খীসা, সুব্রত চাকমা এবং সান্তুয়া ত্রিপুরা।
আলোচনা সভার অতিথিবৃন্দ

রাঙ্গামাটির তিনদিনব্যাপী এ আয়োজনে থাকছে পৃথিবীর ১২ টি দেশের ১৫ টি ভাষায় বানানো ৭ টি ক্যাটাগরির ৩৭ টি  সিনেমা।

শিডিউল

 

উল্লেখ্য যে,  এ উৎসবটি মূলত বাংলাদেশের আদিবাসী ভাষায় নির্মিত চলচ্চিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে যদিও এটি যেকোনো ভাষা ও শৈলীর চলচ্চিত্রের জন্য উন্মুক্ত। এই উৎসবের যাত্রা শুরু হয় ২০১৪ সালে ।  দুই বছর পরপর আয়োজিত এই উৎসব এখন এক উল্লেখযোগ্য শিল্প সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৯৯০-এর দশকে আদিবাসী ভাষায় চলচ্চিত্র নির্মাণ শুরু হলেও, এ ধরনের চলচ্চিত্রের সংখ্যা এখনও খুবই সীমিত। এর কোনো চলচ্চিত্র এখনো দেশের সিনেমা হলে মুক্তি পায়নি এবং সেগুলোর জন্য নিয়মিত প্রদর্শনের কোনো প্ল্যাটফর্মও গড়ে ওঠেনি। ফলে, এই চলচ্চিত্রগুলো জাতীয় বা আন্তর্জাতিক দর্শকদের কাছে তেমনভাবে পরিচিতি পায়নি।
এই বাস্তবতাকে পরিবর্তন করার লক্ষ্যে, এবং আদিবাসী ভাষার চলচ্চিত্রের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে, ২০১৪ সালে রাঙামাটিতে হিল ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হয়। পরবর্তীতে, উৎসবটি আদিবাসী ভাষার চলচ্চিত্রকে প্রাধান্য দিলেও এটি ধারা, ফরম্যাট, শৈলী এবং ভাষার সীমাবদ্ধতা পেরিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ ও সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্মুক্ত হয়ে ওঠে। এর মাধ্যমে এই উৎসব শুধু চলচ্চিত্র প্রদর্শনের নয়, বরং সাংস্কৃতিক মেলবন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

Back to top button