আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটিতে বিনামূল্যে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ শুরু

রাঙ্গা্মাটিতে বিনামূল্যে চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কর্মসূচী চালু করেছে ‘হিলর ভালেদী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল রোববার সকালে রাঙ্গামাটি সিএচটি জার্নাল ডট কম অফিসে সংগঠনের আয়োজনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এবং ‘হিলর ভালেদী’র এই কার্যক্রমে সহযোগীতা করছে রাঙ্গামাটির অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান চায়না টেলিকম। কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, রাঙ্গামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা শান্তিময় চাকমা, বনরুপা ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ও হিলর ভালেদীর উপদেষ্টা স্নেহাশীষ চাকমা প্রমুখ।

Back to top button