রাঙামাটিতে ৩ বছরের শিশু নিজ দাদু কর্তৃক ধর্ষনের শিকার

রাঙামাটি পৌর শহরের ভেদভেদির কালীবাড়ি রোড এলাকায় দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে পলাতক থাকলেও গতকাল মঙ্গলবার গ্রামবাসীরা ধরে এনে পুলিশের নিকট সোর্পদ করেছে।

ভুক্তভোগী শিশুর মা বলেন গত রবিবার রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিছানা থেকে উঠে আসে। আমাকে বলে তার দাদু তার যৌনাঙ্গে আঘাত করেছে। আমি এর প্রতিবাদ করলে আমার শ্বাশুর আমার সাথেও খারাপ মন্তব্য করে। এক পর্যায়ে আমাদের হাতাহাতির মত অবস্থা হয়। আমার স্বামী আসায় এটি হয়নি। পরে দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায় ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি।
এদিকে এই বিষয় নিয়ে খোঁজ নিতে গেলে একজন গ্রামবাসী আইপিনিউজকে জানান, ধর্ষক ব্যক্তিটি সবসময় মাতাল অবস্থায় থাকেন, গ্রামবাসীর সাথেও খারাপ ব্যবহার করেন। প্রায়সময় কারো না কারো সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নাম প্রকাশে অনিচ্ছুক বিশেষ সোর্স শিশুটির মেডিক্যাল রিপোর্টে ধর্ষনের আলামতের প্রমান পাওয়া গিয়েছে বলে আইপিনিউজকে নিশ্চিত করেছেন।