আঞ্চলিক সংবাদ

রাঙামাটিতে উন্নয়ন প্রকল্প পরির্দশন করলেন ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): রাঙামাটির উন্নয়ন প্রকল্প পরির্দশন করেছেন বাংলাদেশের নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই উইনি এস্ট্রাপ পিটারসেন।

গতকাল রবিবার (১২ মার্চ) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ফুরমোন এলাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাপছড়ি ইউনিয়নের ফুরমোন এলাকার স্থানীয় সুবিধা ভোগীরা।
এর পরে পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহযোগিতায় ডেনমার্ক সরকারের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত জিএফএসের মাধ্যে পানি সরবরাহ ও অনাবাদি জমিতে সেচ প্রদান প্রকল্পও পরির্দশন করেন ডেনমার্কের রাষ্ট্রদূত।

পরির্দশন শেষে সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনা বিনতে আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি
স্টাপন লিলাস, সহকারি প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, এসআইডি সিএইচটি ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সুপ্রদীপ চাকম , ইউএনডিপি কর্মকর্তা বিপ্লব চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপির জেলা কর্মকর্তা পলাশ খীসাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, এত একটি সুন্দর প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা না দেখে কাল্পনিক মনে হতো। আমি এ প্রকল্প দেখে অভিভুত।
উল্লেখ্য ডেনমার্ক সরকারের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত জুরাছড়ি উপজেলার বনযোগীছড়ায় সৌর শক্তির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করণ প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়নে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে ‘‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ (জিসিএ) পুরস্কার দেওয়া হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে।

পরিদর্শনকৃত উক্ত প্রকল্পটি ডেনমার্ক সরকারের দশ লক্ষ ও পাড়াবাসী দুই লক্ষ মোট ১২ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে।

Back to top button