শিল্প ও সংস্কৃতি

রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ৩য় কাউন্সিল সম্পন্ন

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাদুঘর প্রাঙ্গনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ৩য় কাউন্সিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি শ্রী অলি চাকমার সভাপতিত্বে এবং সদস্য সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রী মিন্টু চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্রাবণ চাকমা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সহ-সভাপতি টিং টিং উ রাখাইন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সহ-সাংগঠনিক সম্পাদক রুমেন চাকমা প্রমুখ।

পরিশেষে ধর্মরাজ তঞ্চঙ্গ্যাকে সভাপতি, প্রান্তিকা চাকমাকে সাধারণ সম্পাদক এবং বর্ষা চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট রঁদেভূ শিল্পীগোষ্ঠীর ২০১৯-২০ মেয়াদের কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি শ্রী অলি চাকমা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ই আগষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সংস্কৃতিমনা প্রগতিশীল আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠী জম্ম লাভ করে। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি রিময় চাকমা এবং সাধারণ সম্পাদক ইরা চাকমা।

Back to top button