আঞ্চলিক সংবাদ
মার্কিন রাষ্ট্রদূত রাঙামাটিতে দুইদিনের সফরে যাচ্ছেন
রাঙামাটিতে দুইদিনের সফরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। ৬ ও৭ মার্চ ইউএসএইড এবং ইউএনডিপির পাহাড়ি অঞ্চলের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে তিনি রাঙামাটি যাচ্ছেন । ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস সূত্র জানাচ্ছে, ৬ মার্চ বুধবার রাষ্ট্রদূত আর্ল আর. মিলার দুপুরে কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে ইউএসএইড এবং ইউএনডিপির স্থানীয় কার্যক্রম পরিদর্শন করবেন। ৭ মার্চ বৃহস্পতিবার সকালে রাঙামাটির বরকল উপজেলার বেগেনাছড়ি না ভাঙ্গা গ্রামে প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলবেন। এরপর দুপুরে মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় সাংবাদিকেদর সাথে কথা বলবেন। মার্কিন রাষ্ট্রদূতের রাঙামাটি সদর হাসপাতালে হোপ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।