মাটিরাঙ্গায় সেটেলার বাঙালি কর্তৃক এক আদিবাসী ত্রিপুরা কিশোরী ধর্ষিত
গত ১০ সেপ্টেম্বর শনিবার ২০১৬ বিকাল তিনটায় মাটিরাঙ্গা উপজেলার চার নং গোমতি ইউনিয়নের ১৯০ নং বান্দরছড়া মৌজার প্রার্থনা কুমার ত্রিপুরা( কার্বারী) পাড়ায় ১৪ বছরের এক আদিবাসী ত্রিপুরা কিশোরী সেটেলার বাঙালি কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে।
জানা যায়, ঘটনার দিন ২ জন কলা ব্যবসায়ী সেটেলার বাঙালি ওই ত্রিপুরা গ্রামে কলা কিনতে যায়। পরে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময়ে ওই কিশোরীর মা-বাবা জুমে কাজ করতে গিয়েছিল বলে জানা যায়। এলাকার লোকজন বাজারে যাওয়ার সময় ওই কিশোরীর চিৎকার শুনে এগিয়ে এলে ধর্ষক সেটেলার বাঙালিরা পালিয়ে যায়। এ ধর্ষণের ঘটনায় চার নং গোমতি ইউনিয়নের চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন ও মেম্বার মিলন কুমার ত্রিপুরা বিচারের আশ্বাস দেওয়ার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনও কোন বিচার হয়নি। এ ধর্ষণের ঘটনায় অভিভাবকরা এখনও থানায় মামলা করতে পারেনি।